![চীন ফেরত কেউ করোনাভাইরাসে আক্রান্ত নয় : আইইডিসিআর](https://www.bd-pratidin.com/assets/news_images/2020/02/03/223220_bangladesh_pratidin_iccdrb-pic.jpg)
ডা. মিরজাদি সাবরিনা ফ্লোরা
সোমবার রাজধানীর মহাখালী আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মিরজাদি সাবরিনা ফ্লোরা।
তিনি বলেন, উহান থেকে আসা ৭ বাংলাদেশিকে পরীক্ষা শেষে আবারও আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তবে একজন অন্তঃসত্ত্বা নারীকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। উহান থেকে ফেরত আসা সব বাংলাদেশির বিমানে থাকা অবস্থায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তখন ৮ জনের তাপমাত্রা থাকায় তাদের হাসপাতালে রাখা হয়। চীনের উহান থেকে দেশে ফিরেছেন ৩১২ জন বাংলাদেশি। নিজ দেশে ছুটি কাটিয়ে ২৩ জন চীনা নাগরিকও শনিবার ঢাকায় ফিরে এসেছেন। তাদের মধ্যে ৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। বাকি ৩২৫ জন বাংলাদেশি ও চীনা নাগরিককে কোয়ারেন্টাইনের জন্য আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত
No comments:
Post a Comment